Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

পাতা

ভৌগলিক পরিচিতি

ভৌগলিক অবস্থান

মাগুরা সদর উপজেলা খুলনা বিভাগের উত্তর-পূর্বে মাগুরা জেলার চারটি উপজেলার মধ্যে অবস্থানগত কারণে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ঢাকা-খুলনা মহাসড়কটি এ উপজেলার কেন্দ্রস্থলে এসে ত্রিধা বিভক্ত হয় এক দিকে নড়াইল, এক দিকে যশোর, খুলনা ও সাতক্ষীরা এবং অন্য দিকে ঝিনাইদ হয়ে কুষ্টিয়া অভিমুখে চলে গেছে। দণিাঞ্চলীয় জেলাসমূহের সাথে স্থল পথে যোগাযোগের একমাত্র মাধ্যম মাগুরা। তাই এটি গুরুত্বপূর্ণ স্থানদখল করে আছে।

আয়তনঃ  ৪০৬.৫ বর্গকিঃমিঃ।

সীমানাঃ এ উপজেলার উত্তরে ঝিনাইদহ জেলার কিছু অংশ ও শ্রীপুর উপজেলা, পূর্ব দিকে ফরিদপুর জেলার কিছু অংশ ও মহম্মদপুর উপজেলা, 

 ও দক্ষিণ পশ্চিমে শালিখা উপজেলা এবং পশ্চিমে ঝিনাইদহ সদর উপজেলা অবস্থিত।এই সীমারেখার মধ্যে উপজেলার পূর্ব সীমানা ছুঁয়ে কিছু অংশ মধুমতি নদী ও সিংহভাগ নবগঙ্গা নদী যথাক্রমে ফরিদপুর জেলার মধুখালী উপজেলা ও মাগুরা জেলার মহম্মদপুর উপজেলাকে এ উপজেলা হতে পৃথক করেছে।দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে ফটকী নদী মাগুরা সদর উপজেলা থেকে  শালিখা উপজেলাকে পৃথক করেছে। ত্রিসীমানায় এই মধুমতি, নবগঙ্গা আর ফটকী নদী।

ছবি


সংযুক্তি


সংযুক্তি (একাধিক)