Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

দর্শনীয় স্থান

ক্রমিক নাম কিভাবে যাওয়া যায় অবস্থান
ভাতের ভিটা মাগুরা জেলা শহর হতে প্রায় ১২ কিলোমিটার দক্ষিণে মঘি ইউনিয়নে ফটকী নদীর তীরে টিলা গ্রাম অবস্থিত। যশোর-মাগুরা সড়কে বাস ও ভ্যানযোগ যাতায়াত করা যায়।
সিদ্ধেশ্বরী মঠ মাগুরা শহর হতে ৩ কি.মি. উত্তরে আঠারখাদা গ্রামে নবগংগা নদীর তীরে সিদ্ধেশ্বরী মঠ। টেম্পু, রিক্সা ও ভ্যানযোগে যাতায়াত করা যায়।
নেংটা বাবার আশ্রম মাগুরা জেলা শহর হতে প্রায় ০১ কিলোমিটার পূর্বদিকে নবগঙ্গা নদীর দক্ষিণ তীরে অবস্থিত। রিক্সা ও ভ্যানযোগ যাতায়াত করা যায়।
হজরত পীর মোকাররম আলী শাহ (র:) এর দরগাহ মাগুরা জেলা শহর হতে ০৭ কিলোমিটার পশ্চিমে মাগুরা-ঝিনাইদহ বিশ্বরোডে ইছাখাদার ডান দিকে নবগঙ্গা নদীর তিরে হজরত পীর মোকাররম আলী শাহ (র:) এর দরগাহ অবস্থিত। বাস, টেম্পু ও ভ্যানযোগ যাতায়াত করা যায়।
মদনমোহন মন্দির মাগুরা জেলা শহর হতে মাগুরা-নড়াইল সড়কে প্রায় ১৪ কিলোমিটার পূর্ব দক্ষিণ কোণে শত্রুজিৎপুর গ্রামে নবগঙ্গা নদীর তীরে মদনমোহন মন্দিরটি অবস্থিত। বাস, টেম্পু ও ভ্যানযোগ যাতায়াত করা যায়।
থিম পার্ক মাগুরা ভায়না মোড় হতে রিক্সা যোগে নতুন বাজার হয়ে শ্রীপুর রোডের পার্শ্বে অবস্থিত। ৩কি:মি:।
ডা: লুৎফর রহমানের কবর স্থান ও পাঠাগার ভায়না মোড় হতে বাস যোগে ইছাখাদা বাজার এর পর ভ্যান/ অটো যোগে হাজীপুর বাজার। ভায়না মোড় হতে শ্রীপুর রোডে বাস যোগে কদমতলা এর ভ্যান/অটো যোগে হাজীপুর বাজার।
সিরিজদিয়া বাওড়

মাগুরা ঢাকারোড স্টান্ড হতে অটো যোগে অথবা বাস যোগে আলোকদিয়া বাজার এবং সেখান হতে ভ্যান যোগে। দুরুত্ব ১০ কি:মি:

গ্রীন সিটি তাড়োরা, বাহারবাগ, মাগুরা সদর
১০ পিংক ভিলেজ