আগামী ১৫/০৭/২০১৩ খ্রিঃ তারিখ থেকে মাগুরা যুব প্রশিক্ষণ কেন্দ্রে
২মাস ১৫ দিন মেয়াদি "গবাদী পশু,হাস মুরগী পালন উহাদের
প্রাথমিক চিকিৎসা,মৎস্য চাষ এবং কৃ্ষি বিষয়ক" আবাসিক প্রশিক্ষণ শুরু হবে।
বয়স (১৮-৩৫) বৎসরের মধ্যে নূন্যতম অষ্টম শ্রেণী পাশ
বেকার যুবক ও যুব মহিলা প্রশিক্ষণে আগ্রহী প্রার্থীগণকে
আগামী ০৮/০৭/২০১৩ তারিখের মধ্যে মাগুরা সদর উপজেলা
কার্যালয়ে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
উপজেলা কার্যালয় আবেদন পত্রগুলি যাচাই বাছাই
করে জেলা কার্যালয়ে প্রেরণ করবেন।
অতঃপর জেলা কার্যালয় কর্তৃক নির্ধারিত তারিখে
আবেদনকারীগণের স্বাক্ষাৎকার নিবেন।
স্বাক্ষাৎকারের মাধ্যমে যারা চূড়ান্ত ভাবে নির্বাচিত হবে।
আগামী ১১/০৭/২০১৩তারিখ ভর্তির শেষ দিন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS