আঠারখাদা ইউনিয়ন ভূমি অফিসাধীন নিজ নান্দোয়ানী মৌজাস্থ নবগঙ্গা নদীর তীর ঘেঁষে নদীগর্ভ ভরাট করে গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা আগামী ২৩/০৪/২০১২ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সরিয়ে ফেলার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা গেল। অন্যথায়, নির্ধারিত সময় অতিক্ররান্কাতে সরকারি জমি/নদী অপদখলের দায়ে দুষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে Mobile Court এর আওতায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণসহ উচ্ছেদ করা হবে।এতদবিষয়ে সকলকে সতর্ক খাকার জন্য অনুরোধ করা গেল। বিষয়টি অতীব জরুরী ।
অনুরোধক্রমে,
জিলাল হোসেন
সহকারী কমিশনার(ভূমি)
০১৭২৮২২২৬২৩
luck_hossain@msn.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস