Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাগুরা সদর উপজেলার পটভূমি

উপজেলারপটভূমি:

  মহকুমা হিসাবে মাগুরা যাত্রা শুরু করে ১৮৪৫ সালে।গোড়াপত্তনের পূর্বে "মগ "জলদস্যুদের অত্যাচারে অত্রএলাকার আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি ঘটে। আইন শৃঙ্খলার উন্নয়নের লক্ষ্যে তৎকালীন বৃটিশ সরকার ১৮৪৫ সালে মাগুরা মহকুমা প্রতিষ্ঠা করেন। মিঃ কক বার্ন নামক একজন  ইংরেজ ম্যাজিস্ট্রেট কে মাগুরার প্রথম মহকুমা প্রাশসক হিসাবে নিয়োগ দান করেন।
মগ জল দস্যুদের ব্যাপক উৎপাত ও আনাগোনার কারণে জনগণের মুখে-মুখে "মগ" অথবা"মগরা" শব্দ গুলো ব্যাপক ভাবে উচ্চারিত হতো।এ থেকে পরবর্তীতে মাগুরা নামের উৎপত্তি বলে বেশির ভাগ ঐতিহাসিক মত প্রকাশ করেন।তাছাড়া, কারো কারো মতে এতদাঞ্চলে প্রচুর মাগুর মাছ পাওয়া যেত। এ থেকেও মাগুরা নামের উৎপত্তি হতে পারে বলে অনেকের ধারণা।