মাগুরা জেলার প্রখ্যাত ব্যক্তিত্ব
কবি ফররুখ আহমদ
কবি ফররুক আহমদ বৃহত্তর যশোর জেলার বর্তমান মাগুরা জেলার সদর উপজেলাধীন মাঝ-আইল গ্রামে ১৯১৮ খ্রিস্টাব্দের ১০ই জুন বিখ্যাত সৈয়দ পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৭৪ সালের ২৯ শে অক্টোবর মাত্র ৫৬ বছর বয়সে ইহলোক ত্যাগ করেন। তার রচিত কাব্য গ্রন্থাবলি- সাত সাগরের মাঝি, সিরাজুম মুনিরা, নৌফেল ও হাতেম, হাতেম তায়ী-মুহুর্তের কবিতা, হাবেদা মরুর কাহিনী। ছোটদের কবিতা ও ছড়াঃ- হরফের ছড়া, পাখির বাসা, ছড়ার আসর, চিড়িয়াখানা ইত্যাদি। তিনি তাঁর সাহিত্য কর্মের স্বীকৃতি স্বরূপ সরকার ও বিভিন্ন সংস্থা থেকে র্স্বীকৃতি ও পুরস্কার লাভ করেন। ১৯৬১ সনে তিনি প্রেসিডেন্ট পুরস্কার, ‘‘প্রাইড অব পারফরমেন্স’’, ১৯৬৬ সালে অর্স্মজী পুরস্কার ও ইউনেস্কো পুরস্কার, লাভ করেন। ১৯৬০ সালে তিনি কবিতায় বাংলা একাডেমি পুরস্কার পান এবং বাংলা একাডেমির ফেলো নির্বাচিত হন।
ডাঃ লুৎফর রহমান
লেখক মাগুরা শহরের সন্নিকটে পারনান্দুয়ালী গ্রামে ১৮৮৯ সালে মামা বাড়িতে জন্মগ্রহণ করেন। ১৯৩৬ সালে মাত্র ৪৭ বছর বয়সে ক্ষয়রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।মহৎজীবন, উন্নত জীবন, পথহারা, মানবজীবন, ছেলেদের মহত্ব কথা, ছেলেদের কারবালা, রাণী হেলেন, প্রীতি উপহার, উচ্চজীবন, বাসর উপহার, রায়হান, সরলা, উত্তম জীবন, সত্য জীবন, ডনকুইকজোটের অনুবাদ, মুসলমান, মঙ্গল ভবিষ্যৎ লেখককের উল্লেখযোগ্য লেখনী। ডাঃ লুৎফর রহমানের প্রথম বই ছিল একখানা কবিতার বই ‘প্রকাশ’। তিনি ‘প্রতিশোধ’ নামক একখানি উপন্যাস লিখেছিলেন। তিনি নারীশক্তি নামক পত্রিকা পরিচালনা করে নারীদের জাগরণের চেষ্টা করেছেন এবং নারী তীর্থ নামক ‘‘আশ্রম’’ প্রতিষ্ঠা করে নারীদের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দ্বারা জীবিকা নির্বাহের পথ সুগম করে ছিলেন।
সাংবাদিক ও সাহিত্যিক শহীদ সিরাজউদ্দিন হোসেন
১৯২৯ সালের ১লা মার্চ তারিখে মাগুরা জেলার শালিখা উপজেলার শরুশনা গ্রামে শহীদ সিরাজ উদ্দিন জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালের ১০ ডিসেম্বর তারিখে স্বাধীনতা বিরোধী হানাদার বাহিনীর হাতে তিনি শহীদ হন। ১৯৫৪ সালে দৈনিক ইত্তেফাক পত্রিকার বার্তা সম্পাদক ও পরে কার্যনির্বাহি সম্পাদক হন। তাঁর লেখা ‘‘ইতিহাস কথা কও’’ ‘‘ছোট থেকে বড়’’ ‘‘মহীয়সী নারী’’ ইংরেজি ‘‘A look in to the mirror’’ ইত্যাদি তাঁর অনুদিত গ্রন্থ। জার্মান রূপ কথা, পারমানবিক শক্তির রহস্য, আমার জীবন দশর্ন, মানব জীবন, অগ্নিপরিক্ষা, ইত্যাদি চল্লিশ খানির অধিক।
সৈয়দ আলী আহসান
সৈয়দ আলী আহসান ১৯২২সালে মাগুরা জেলার আলোকদিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর প্রকাশিত কবিতাগ্রন্থ ‘‘চাহার দরবেশ’’ পুঁথি সাহিত্যের উপদানে রচিত। তাঁর অনেক আকাশ ‘একক সন্ধ্যায় বসন্ত’ ‘সহসা সচকিত’ ‘‘উচ্চারণ’’ প্রভৃতি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। ১৯৮৬ সালে ‘আধুনিক কাব্য চেতনা’ এবং ‘মহম্মদ মনিরুজ্জামানের কবিতা’ প্রকাশিত হয়। তিনি কিছু বিদেশী কবিতা ও নাটকের অনুবাদ করেছেন। ‘ইডিপাস’ ‘হুইটম্যানের কবিতা’, ‘ইকবালের কবিতা’, ‘ইভানগলের কবিতা’, মেরিডিথের কবিতা, প্রেমের কবিতা ইত্যাদি। নজরুল ইসলাম, কবি মধুসূদন, কবিতার কথা ও অন্যান্য বিবেচনা, মধুসূদন কবি কৃতি ও কাব্যদর্শ, আধুনিক বাংলা কবিতা শব্দের অনুসঙ্গ, রবীন্দ্র কাব্য বিচারে ভূমিকা ইত্যাদি সমালোচনা গ্রন্থ রচনা করেছেন। ‘পদ্মাবতী’ ও ‘মধুমালতী’ প্রভৃতি সম্পাদিত গ্রন্থ।
কবি কাদের নেওয়াজ
১৯০৯ সালে পশ্চিম বাংলার বর্ধমান জেলা মঙ্গলকোর্ট গ্রামে কবির জন্ম। ১৯৫২ সালে শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামে স্থায়ীবসতি স্থাপন করেন এবং সেখানে মৃত্যু বরণ করেন। তাঁর প্রকাশিত গ্রন্থ ‘‘মরাল’’ ‘‘নীল কৌমুদি’’ আশেকে রাসুল। কিশোর গ্রন্থঃ দাদুর বৈঠক। উপন্যাস- উতলাসন্ধ্যা, দুটি পাখী দুটি তীর। ছোটগল্প- দস্যু লাল মোহন, মরুচন্দ্রিকা।
সৈয়েদা সুফিয়া খাতুন (সাহিত্য রত্ন)
সৈয়েদা সুফিয়া খাতুন ১৯২৭ সালে মাগুরা শহরে জন্ম গ্রহন করেন। বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত তাঁর গল্পগুলোর একটা সংকলন প্রকাশ করার জন্য একটি পান্ডুলিপি তিনি কবি গোলাম মোস্তফার কাছে দিয়েছিলেন। এর কিছুদিন পরেই কবি গোলাম মোস্তফা মৃত্যুবরণ করেন। সৈয়দা সুফিয়া তাঁর পান্ডুলিপিখানি পরে আর ফেরত পাননি। ফলে তাঁর আশা অপূর্নই থেকে যায়। তার আরো একখানা অপ্রকাশিত গ্রন্থের নাম ‘‘স্বপ্ন ছায়া’’। যশোরের ‘‘অবলাকান্ত মজুমদার সাহিত্য পরিষদ’’ সৈয়দা সুফিয়া খাতুনকে তাঁর সাহিত্য কর্মে স্বীকৃতি স্বরূপ সাহিত্যরত্ন ‘‘উপাধিতে ভূষিত করে।
শেখ হবিবর রহমান সাহিত্যরত্ন
শেখ হবিবর রহমান সাহিত্যরত্ন ১৮৯০ মতান্তরে ১৮৯৪ খ্রিস্টাব্দে তদানিন্তন যশোর জেলার বর্তমান মাগুরা জেলার শালিখা উপজেলাধীন ঘোষগাতি গ্রামে জন্মগ্রহণ করেন।৭ ই মে ১৯৬২ খ্রিস্টাব্দে তিনি পরলোক গমন করেন।উল্লেখযোগ্য গ্রন্থ- পারিজাত কাব্য (১৯১২) কোহিনুর কাব্য, চেতনা কাব্য, আবেহায়াত কাব্য, নিয়ামত, বাঁশরী, গুলশান ইত্যাদি। ফারসী কবি শেখ সাদীর ‘গুলিস্তা’ ও ‘বুস্তা’র কাব্যনুবাদও তিনি করেন। এছাড়া আলগীয়, কর্মবীর মুনশী মেহের উল্লাহ, ভারত সম্রাট বাবর, সুন্দর বনের ভ্রমণ কাহিনী, মালাবারে ইসলাম প্রচার, দবরুল মুখতার, আমার সাহিত্য জীবন ইত্যাদি গদ্য রচনাতেও তিনি মননশীলতার স্বাক্ষর রেখেছেন। কিশোর পাঠকদের জন্য তিনি রচনা করেছেন পরীর কাহিনী, মরনের পরে, ছোটদের হযরত মুসা, হাসির গল্প ভূতের বাপের শ্রাদ্ধ, শয়তানের সভা এবং শেখ সাদীর জীবনী ‘‘হায়াতে সাদী’’। তিনি কলকাতার পারিজাত সাহিত্য কুটিরের প্রতিষ্ঠাতা ছিলেন। অধ্যাপক সুনীতি কুমার চট্রোপাধ্যায় ও কবি কুমুদ রঞ্জন মলিক তাঁর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তিনি একজন সমাজ দরদী সাহিত্যিক ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস