শিল্প:
মাগুরা জেলা শিল্পে তেমন উন্নত নয়। এখানকার বৃহৎ টেক্সটাইল মিল মাগুরা টেক্সটাইল মিলটি বর্তমানে বন্ধ রয়েছে। আড়পাড়া টেক্সাটাইল মিলে গেঞ্জি,
ছাতার কাপড় ইত্যাদি তৈরি হয়। দেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান জিকিউ বলপেনের একটি ইউনিট মাগুরায় ছয়ঘরিয়ায় অবস্থিত এবং নিশং জুট মিলটি
ইছাখাদায় অবস্থিত। এছাড়াও বিস্কুট, চানাচুর, সাবান প্রভৃতি নানাবিধ কুঠির শিল্প মাগুরাতে অবস্থিত।
শিল্প সংক্রান্ত তথ্য :
বৃহৎ শিল্পের সংখ্যা : ৪টি
মাঝারি শিল্পের সংখ্যা : ২টি
ক্ষুদ্র ও কুঠির শিল্পের সংখ্যা : ২,৮৮১টি
বাণিজ্য :
মাগুরা জেলায় বর্তমানে বাণিজ্যিক ভিত্তিতে সবজি এবং ফলমূল উৎপাদন হচ্ছে। এখানে উৎপাদিত শাক সবজি, কাচামরিচ রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় হয়।
কাঁচামাল কেনা বেচার জন্য মাগুরা শহরের ঢাকার রোডে একটি বৃহত্ত কাঁচাবাজার গড়ে উঠেছে। মাগুরা সদর উপজেলার হাজীপুর এলাকায় প্রচুর লিচু উৎপন্ন হয়। এছাড়া
মাগুরাতে প্রচুর কলা উৎপন্ন হয়। পাট বিক্রয়ের স্থল হিসেবে শ্রীপুর উপজেলার লাঙ্গলবাধ হাট এবং মহম্মদপুর উপজেলার বিনোদপুর হাট বিশেষভাবে পরিচিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস